Dhak Baja Kashor Baja - Shreya Ghoshal

Dhak Baja Kashor Baja

Shreya Ghoshal

00:00

04:25

Similar recommendations

Lyric

ঢাক বাজা, কাঁসর বাজা

উলু দে আর শাঁখ বাজা

বছর পরে আবার এলো মা যে

পুজো পুজো গন্ধ নিয়ে

নতুন গানের ছন্দ নিয়ে

শারদীয়ায় খুশিতে মন নাচে

এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

ঢাক বাজা, কাঁসর বাজা

উলু দে আর শাঁখ বাজা

বছর পরে আবার এলো মা যে

পুজো পুজো গন্ধ নিয়ে

নতুন গানের ছন্দ নিয়ে

শারদীয়ায় খুশিতে মন নাচে

এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

বলো দুর্গা মাইকি জয়

বলো দুর্গা মাইকি জয়

আরে, বলো দুর্গা মাইকি জয়

মা, তুমি যে মা

তোমার স্নেহ-মায়ার নেই তুলনা

ও, আজ সপ্তমীতে

তোমারই আসনে দিলাম এ আলপনা

নতুন জামা, নতুন শাড়ি

ঘরের পুজো বারোয়ারি

সব কিছুতে প্রেম জড়িয়ে আছে

পুজো পুজো গন্ধ নিয়ে

নতুন গানের ছন্দ নিয়ে

শারদীয়ায় খুশিতে মন নাচে

এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

মা, ও দুর্গা মা

জানি তোমার নামের কী মহিমা

ও, আজ অষ্টমীতে

ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি, মা

নবমীতে ভোগ প্রসাদ

দশমীতে মন বিষাদ

বিসর্জনের সময় এলে কাছে

পুজো পুজো গন্ধ নিয়ে

নতুন গানের ছন্দ নিয়ে

শারদীয়ায় খুশিতে মন নাচে

এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা

বলো দুর্গা মাইকি জয়

বলো দুর্গা মাইকি জয়

আরে, বলো দুর্গা মাইকি জয়

- It's already the end -