Du' Chokher Kanna - Asif Akbar

Du' Chokher Kanna

Asif Akbar

00:00

04:18

Similar recommendations

Lyric

দু'চোখের কান্না সইতে যে পারি না

মনে পড়ে বারবার তোমারই কথা

কী সুখে এই মন পোড়ে শুধু সারাক্ষণ

জানে শুধু ওই বিধাতা

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

দু'চোখের কান্না সইতে যে পারি না

মনে পড়ে বারবার তোমারই কথা

আঁধারের পথ ধরে চলেছি একা

পাইনি খুঁজে আজও সুখেরই দেখা

কী করে এমন হলো আজও বুঝিনি

ভুলে গেছ তুমি সব, আমি ভুলিনি

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

দু'চোখের কান্না সইতে যে পারি না

মনে পড়ে বারবার তোমারই কথা

বেদনার নীল বিষে পুড়ছি আমি

একবারও কাছে এসে দেখনি তুমি

আলো নেই জীবনে, শুধুই আঁধার

আমার পৃথিবী জুড়ে আজ হাহাকার

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

দু'চোখের কান্না সইতে যে পারি না

মনে পড়ে বারবার তোমারই কথা

কী সুখে এই মন পোড়ে শুধু সারাক্ষণ

জানে শুধু ওই বিধাতা

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

তুমি কী দোষে আমায় কাঁদালে

ব্যথারই স্রোতে ভাসালে

দু'চোখের কান্না সইতে যে পারি না

মনে পড়ে বারবার তোমারই কথা

- It's already the end -