Maa (From "Gotro") - Anindya Chatterjee

Maa (From "Gotro")

Anindya Chatterjee

00:00

04:53

Similar recommendations

Lyric

তুমি নরম ফুলের গান

তুমি গরম ভাতের ভাপ

তুমি অভিমানের চুপ

তুমি কান্না জমা মুখ

তুমি নরম ফুলের গান

তুমি গরম ভাতের ভাপ

তুমি অভিমানের চুপ

তুমি কান্না জমা মুখ

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা

আমি তোমার চোখের তারায় বাঁচি, মা

আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা

আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা

আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি, মা

নেই কোনো মাটির ঘরের কোণ

গোধূলির শাঁখের আওয়াজ

কাজল লতার আলো টিপ

চাদর বিছিয়ে দেওয়া ভোর

আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি, মা

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা

আমি তোমার চোখের তারায় বাঁচি, মা

আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা

আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা

তুমি মনের ভেতর মন

তুমি পাখির চোখের ঘর

তুমি জ্বরের ঘোরের উম

তুমি ভোরের ঘুমের হাত

তুমি মনের ভেতর মন

তুমি পাখির চোখের ঘর

তুমি জ্বরের ঘোরের উম

তুমি ভোরের ঘুমের হাত

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা

আমি তোমার চোখের তারায় বাঁচি, মা

আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা

আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা

আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি, মা

- It's already the end -