Aushomapto - Aurthohin

Aushomapto

Aurthohin

00:00

04:59

Similar recommendations

Lyric

তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে

দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে

ওপাশের আলো ফাটল ধরায়

সব যুক্তিতে সব বিশ্বাসে

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার

শিকড় গড়ে আদরে

আমার অবশ শরীর ক্লান্তি হারায়

অধিকার নিয়ে

সব আলো নিভিয়ে দাও

ঘুমাবো আমি আলোর শেষে

জয় হোক ক্লান্তির

জয় হোক অবসাদের

পৃথিবীর সব ঘুম

আমার চোখের পাতায়

জড় হয় কীসের আশায়

জানা নেই আমার

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার

শিকড় গড়ে আদরে

আমার অবশ শরীর ক্লান্তি হারায়

অধিকার নিয়ে

সব আলো নিভিয়ে দাও

ঘুমাবো আমি আলোর শেষে

জয় হোক ক্লান্তির

জয় হোক অবসাদের

সব আলো নিভিয়ে দাও

ঘুমাবো আমি আলোর শেষে

জয় হোক ক্লান্তির

জয় হোক অবসাদের

তবুও আঁধার শেষে দেখা দেয় আলো

অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ

- It's already the end -