00:00
04:04
ইচ্ছেগুলো চল সাজাই
এলোমেলো স্বপ্নদের উঁকি
বৃষ্টি নামুক ভিজতে রাজি
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
বৃষ্টি নামুক ভিজতে রাজি
এলোমেলো স্বপ্নদের উঁকি
ইচ্ছে গুলো চল সাজাই
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
শুরু আজ নতুন করে
আমাদের পথ চলা
শুধু তুই থাকিস পাশে
এটুকুই ভরসা
আজ তোর হাত ধরে
দি পাড়ি
তুমি আমি এক নতুন
ভোরের সন্ধানে
ছোট ছোট গল্প যত
আনমনে রয়ে গেল বাকি
বলবো সবই যত্ন করে
বেহিসাবি শব্দ দেয় ফাঁকি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে
ইচ্ছেগুলো চল সাজাই
এলোমেলো স্বপ্নদের উঁকি
বৃষ্টি নামুক ভিজতে রাজি
পায়ে পায়ে তোর সাথে আমি
চল তবে যাই উড়ে
আজ দুজন ইচ্ছে ডানা মেলে