Phire Jao Keno - Rezwana Choudhury Bannya

Phire Jao Keno

Rezwana Choudhury Bannya

00:00

03:27

Similar recommendations

Lyric

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

বহিয়া, বহিয়া বিফল বাসনা

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

চিরদিন আছ দূরে অজানার মতো নিভৃত অচেনা পুরে

কাছে আস তবু আস না

বহিয়া বিফল বাসনা

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

পারি না তোমায় বুঝিতে

ভিতরে কারে কি পেয়েছ, বাহিরে চাহ না খুঁজিতে

না বলা তোমার বেদনা যত

বিরহপ্রদীপে শিখার মতো

নয়নে তোমার উঠেছে জ্বলিয়া

নীরব কী সম্ভাষণা

বহিয়া বিফল বাসনা

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

বহিয়া, বহিয়া বিফল বাসনা

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও?

- It's already the end -