Bedona - Shunno

Bedona

Shunno

00:00

04:09

Similar recommendations

Lyric

তুমি আমার নও তো সুখ

তুমি সুখের বেদনা

সব স্বপ্নের রঙ হয় না তো

বেদনার মতো নয় রঙা

জীবনের সব কথা নয়

আমি জীবনটাকে বলতে চাই

হয়তো দু'বাক্য নয়

সে তো ভালোবাসার কাব্য কয়

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তুমি বললে আজ দু'জনে

নীল রঙা বৃষ্টিতে ভিজবো

রোদেলা দুপুরে একসাথে

নতুন সুরে গান গাইবো

শেষ বিকেলের ছায়ায় নীল

আকাশের বুকে আমি

লাল রঙা স্বপ্ন আঁকবো

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তুমি বললে আজ দু'জনে

সাতরঙা প্রজাপতি ধরবো

নোনা বালিচরেতে একসাথে

আকাশের সমুদ্রস্নান দেখবো

গোধূলির আলো-আঁধারিতে ঊর্মির সাথে দুজনা

নীলের বুকে আজ হারাবো

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

- It's already the end -