Tomake - Arindom

Tomake

Arindom

00:00

05:03

Similar recommendations

Lyric

তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো

এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো

তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো

এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো

এ অগোছালো হাওয়া ব্যস্ত আসা যাওয়া

আমাদের চেনালো কী?

আবছা হয়ে এসো আমাকে ভালবাসো

এর বেশি চেয়েছি কী?

তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো

এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো

কেন ইদানিং হয়েছে জানি

এমন আমার

দিনেরা রাজা, রাতেরা রাণী

স্বপ্ন হাজার

কেন ইদানিং হয়েছে জানি

এমন আমার

দিনেরা রাজা, রাতেরা রাণী

স্বপ্ন হাজার

এ অগোছালো হাওয়া ব্যস্ত আসা যাওয়া

আমাদের চেনালো কী?

আবছা হয়ে এসো আমাকে ভালবাসো

এর বেশি চেয়েছি কী?

তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো

এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো

নিজেকে আমি বুঝিয়ে নিয়েছি

হবো তোমার

নিজেকে আমি হারিয়ে ফেলেছি

কাছে তোমার

এ অগোছালো হাওয়া ব্যস্ত আসা যাওয়া

আমাদের চেনালো কী?

আবছা হয়ে এসো আমাকে ভালবাসো

এর বেশি চেয়েছি কী?

তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো

এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো

- It's already the end -