Aanmona Aanmona - Dwijen Mukherjee

Aanmona Aanmona

Dwijen Mukherjee

00:00

03:03

Similar recommendations

Lyric

আনমনা, আনমনা

তোমার কাছে আমার বাণীর

মাল্যখানি আনব না

আনমনা, আনমনা

বার্তা আমার ব্যর্থ হবে

সত্য আমার বুঝবে কবে?

তোমারো মন জানব না

আনমনা, আনমনা

লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাঁঝে

নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে

দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা

আনমনা, আনমনা

ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে

মন্দ মৃদুল তানে

ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানীরব রাতে

অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে

একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে

প্রান্তে বসে একমনে

এঁকে যাব আমার গানের আলপনা

আনমনা, আনমনা

তোমার কাছে আমার বাণীর

মাল্যখানি আনব না

আনমনা, আনমনা

- It's already the end -