Jodi Tomar Dekha Na Pai Probhu - Suchitra Mitra

Jodi Tomar Dekha Na Pai Probhu

Suchitra Mitra

00:00

04:03

Song Introduction

《যদি তোর দেখা না পাই প্রভু》 হল বিখ্যাত বাংলা গায়িকা সুচিত্রা মিত্রের একটি ক্লাসিক গান। এই গানটি রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্যবাহী উপাদানগুলো ধারণ করে এবং গভীর আবেগ ও দার্শনিক ভাব প্রকাশ করে। সুচিত্রা মিত্রের অনন্য কণ্ঠস্বরের মাধ্যমে গানটি শ্রোতাদের মুগ্ধ করেছে এবং বাংলা সঙ্গীতে এর বিশেষ গুরুত্ব রয়েছে।

Similar recommendations

Lyric

Life

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

তবে তোমায় আমি পাই নি, যেন সেই কথা রয় মনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

যদি তোমার দেখা না পাই প্রভু

এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে

আমার যতই দু'হাত ভরে উঠে ধনে

তবু কিছুই আমি পাই নি, যেন সেই কথা রয় মনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

যদি তোমার দেখা না পাই প্রভু

যদি আলসভরে আমি বসি পথের 'পরে

যদি ধূলায় শয়ন পাতি সযতনে

যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি

ওগো যতই গৃহ সাজাই আয়োজনে

যেন তোমায় ঘরে হয় নি আনা, সেই কথা রয় মনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

তবে তোমায় আমি পাই নি, যেন সেই কথা রয় মনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

- It's already the end -