00:00
04:47
বর্তমানে এই গানের সম্পর্কিত কোনো তথ্য নেই।
শ্যামা, শ্যামা, শ্যামা, শ্যামা
ধ্যানের আলোয় উঠবে জেগে
ধ্যানের আলোয় উঠবে জেগে
তাই সে নিশি অনুপমা
শ্যামা, শ্যামা, শ্যামা, শ্যামা
♪
শিবলোকে কীসের অভাব
যেথায় জুড়ায় প্রখর ত্রীতাপ
শিবলোকে কীসের অভাব
যেথায় জুড়ায় প্রখর ত্রীতাপ
তবুও মাটির শ্মশান খোঁজে
তবুও মাটির শ্মশান খোঁজে
হৃদি শ্মশানে মনোরমা
শ্যামা, শ্যামা, শ্যামা, শ্যামা
♪
সনাতনী মহাকালী
কাল বলে যারে বুঝতে না'রি
ষোড়শী বালিকা কেমনে হলি
ছিন্নমস্তা ভয়ংকরী
সনাতনী মহাকালী
কাল বলে যারে বুঝতে না'রি
ষোড়শী বালিকা কেমনে হলি
ছিন্নমস্তা ভয়ংকরী
ভাবুক বলে ভাবের মায়ায়
ভাব করে সে জীবের কায়ায়
ভাবুক বলে ভাবের মায়ায়
ভাব করে সে জীবের কায়ায়
আধ্যাশক্তি মহামায়া
আধ্যাশক্তি মহামায়া
সে ভাবের গুণে গুণধামা
শ্যামা, শ্যামা
ধ্যানের আলোয় উঠবে জেগে
তাই সে নিশি অনুপমা
শ্যামা, শ্যামা, শ্যামা, শ্যামা