Khelichho Ei Biswoloye - Ferdous Ara

Khelichho Ei Biswoloye

Ferdous Ara

00:00

05:32

Song Introduction

এই গান সম্পর্কে বর্তমানে কোনো তথ্য নেই।

Similar recommendations

Lyric

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ...

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

নিরজনে, প্রভু নিরজনে

প্রভু নিরজনে, প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ...

শূন্যে মহা আকাশে

মগ্ন লীলা বিলাসে

শূন্যে মহা আকাশে

মগ্ন লীলা বিলাসে

ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে

ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে

নিরজনে, প্রভু নিরজনে

প্রভু নিরজনে, প্রভু নিরজনে

খেলিছ ওগো, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ...

তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী

পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি

তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী

পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি

নিত্য তুমি, হে উদার

সুখে-দুখে অবিকার

নিত্য তুমি, হে উদার

সুখে-দুখে অবিকার

হাসিছ খেলিছ তুমি আপন মনে

হাসিছ খেলিছ তুমি আপন মনে

প্রভু নিরজনে, প্রভু নিরজনে

প্রভু নিরজনে, প্রভু নিরজনে

প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ...

- It's already the end -