Hariye Jawar Gaan - Anupam Roy

Hariye Jawar Gaan

Anupam Roy

00:00

03:49

Song Introduction

এই গানের সম্পর্কে কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি।

Similar recommendations

There are no similar songs now.

Lyric

কিভাবে কত কি পুড়ে ছাই

কখন কে জানে

রাস্তার মোড়ে হাত নাড়ি

বিদায় বাসের সারি

বুকের ভেতর ভারী

পাথরের ছোঁয়া টুকু পাই

কেন দিলি উপহারে ঋণ

আমার যা আছে তা তো

শূণ্য শূণ্য খালি

চিন্তা খামখেয়ালি

স্বরচিত ধূলোবালি

মাখা কিছু অগোছালো দিন

আজ তবে থাক থাক

অনুভূতি পিষে যাক

চোখ বুজে মাথা রাখ

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

আজ তবে থাক থাক

অনুভূতি পিষে যাক

চোখ বুজে মাথা রাখ

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

আমিও হেরে গিয়েছিলাম

যতবার ভাবি আমি

হলুদের ভিড় ঠেলে

ট্রাম লাইন নীচে ফেলে

নীল-সাদা আলো জ্বেলে

গুনে ফেলি কেতাবের দাম

তোর কথা শোনা হয়ে যাক

তুই হাত বাড়ালেই

কবিতা আসবে প্রাণে

পথ হারাবো তুফানে

তোকেই খুঁজবো গানে

আমি চাই, তুই ভালো থাক

আজ তবে থাক থাক

অনুভূতি পিষে যাক

চোখ বুজে মাথা রাখ

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

আজ তবে থাক থাক

অনুভূতি পিষে যাক

চোখ বুজে মাথা রাখ

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

তোকে দিই হারিয়ে যাওয়ার গান

- It's already the end -