Aaro Ekbar - Rupam Islam

Aaro Ekbar

Rupam Islam

00:00

06:44

Song Introduction

‘আরও একবার’ হল বাংলাদেশের প্রখ্যাত গায়ক রুপাম ইসলামের অন্যতম জনপ্রিয় গান। এই গানটি রুপামের সুর এবং কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে, যা শোনার পর দ্রুতই শ্রোতাদের প্রিয় হয়ে উঠেছে। গভীর এবং আবেগপূর্ণ লিরিক্সের মাধ্যমে গানটি প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি প্রকাশ করে। মুক্তির পর থেকেই ‘আরও একবার’ বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে ব্যাপক ভালো প্রতিক্রিয়া পেয়েছে এবং রুপাম ইসলামের সঙ্গীত ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Similar recommendations

Lyric

এতটা পথ পেরিয়ে

এসেছি, তবু দু'জনে

যেন হয়ে গেছি আরও অচেনা

এতটা পথ পেরিয়ে

এসেছি, তবু দু'জনে

যেন হয়ে গেছি আরও অচেনা

স্বপ্নেরা তবু খুঁজে যায়

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

আরও একবার রাজি আমি

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রণে

আরও একবার রাজি আমি

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রণে

বেশি কথা থাক বোলো না

ঠেকে শেখা গেছে ছলনা

পরিবর্তন এল না তবু মনে

স্বপ্নেরা তবু খুঁজে যায়

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

- It's already the end -